কক্সবাজারচট্টগ্রাম

টেকনাফে ১৫ কোটি টাকার আইসসহ ২ মিয়ানমার নাগরিক আটক

টেকনাফের নোয়াখালী পাড়ায় অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

আটকরা হল- মিয়ানমার মংডু থানার মুন্নিপাড়া গ্রামের ইমান হোসেনের ছেলে মো. আলম (১৯) ও নুর মোহাম্মদের ছেলে মো. আয়াছ (২১)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমদ (বিজিবিএমএস) জানান, ৩০ মে গভীর রাতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মাদকদ্রব্য পাচারের খবর পেয়ে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজি চেকপোস্টে আসলে গাড়িটি তল্লাশী করা হয়। ওই গাড়িতে থাকা দুই যাত্রীর কাছে পাওয়া যায় ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। পরে তাদের আটক করা হয়। আটক দু’জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার এসব মাদকের মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *