কক্সবাজারচট্টগ্রাম

টেকনাফে ১ লাখ ৬০ হাজার ইয়াবা নিয়ে তিনজন ধরা

টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা নিয়ে মিয়ানমারের নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

গ্রেপ্তাররা হলো- টেকনাফ সদর ইউনিয়নের বরইতলীর নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪), মিয়ানমার বুচিদং জেলার মংডু থানার আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯) ও ফেরাং প্রু এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮)।

র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী বরইতলী এলাকার সালামত উল্লাহর বসতঘরে মাদক কেনা-বেচার খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে কৌশলে পালানোর সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক বলে জানায় তারা। তবে এ সময় একজন কৌশলে পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *