‘ডামি’ নির্বাচন করে ক্ষমতা ধরে রাখা যাবে না: রিজভী
জনগণ, নাগরিক স্বাধীনতা ও মানুষের মৌলিক স্বাধীনতার স্বার্থে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এমন পাতানো নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে উত্তরা রাজউক কলেজের সামনে লিফলেট বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি। ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় রিজভী বলেন, জোর-জবরদস্তি করে ডামি ও একতরফা নির্বাচন করে দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে ক্ষমতাসীনরা। জনগণের সঙ্গে প্রতারণা করে এভাবে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা যাবে না বলেও জানান তিনি। তাই ‘ডামি’ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের সকল পর্যায়ের মানুষকে ভোট বর্জনের আহ্বান জানান তিনি।