ডোম ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ভবন তৈরির চুক্তি করে জমির মালিকদেরই পথে বসিয়েছে রিয়েল এস্টেট কোম্পানি ডোম ইনো। চুক্তির দেড় দশক পেরিয়ে গেলেও কোনো প্রকল্পের কাজই শেষ করেনি প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী বাড়ি ভাড়া ও বিলম্বের জন্য ক্ষতিপূরণ কোনোটাই পাচ্ছেন না জমির মালিকরা। মামলা করেও মিলছে না প্রতিকার।
শনিবার (৯ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী জমির মালিকরা।
এ সময় তারা বলেন, চুক্তির পর জমিতে সাইনবোর্ড লাগিয়ে ফ্ল্যাট বিক্রি করেছে ডোম ইনো। কিন্তু প্রকল্প বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। জমির মালিকদের পাশাপাশি ডোম ইনোর প্রতারণার শিকার হাজার হাজার ফ্ল্যাটের ক্রেতারাও। জমি হারিয়ে অনেককে এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ডোম ইনোর এই প্রতারণার প্রতিকার চান ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কোম্পানির মালিক আব্দুস সালামের বিরুদ্ধে ১৩৬টি মামলা হয়েছে। সেসব মামলারও খুব একটা অগ্রগতি নেই।