জাতীয়

ড. কামাল নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নির্বাচনে যেতে চাই।এ ছাড়া বর্তমান সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন আয়োজনের পরামর্শও দেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের বিশেষ কাউন্সিল ২০২৩ পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

ড. কামাল হোসেন বলেন, আমি জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেটা হলে আমরা (নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে) বিবেচনা করে সিদ্ধান্ত নেব। আমরা চাচ্ছি, দেশের জাতীয় ঐক্যকে আরও সুসংহত করতে। সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যে আসা এবং তারপরে সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করা উচিত। এই চেষ্টা আমরা করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *