চট্টগ্রাম

ঢাকায় উচ্ছেদ বন্ধের দাবিতে চট্টগ্রামে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ

অনির্দিষ্টকালের জন্য ময়লা পরিস্কারের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের হরিজন সম্প্রদায়। শনিবার (১৩ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন ঝাউতলা হরিজন সম্প্রদায়ের প্রধান উপদেষ্টা বাদল চন্দ্র দাস।

পুরান ঢাকার বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে সিটি করপোরেশনের উচ্ছেদের সময় হরিজন সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ঝাউতলা হরিজন সম্প্রদায়ের প্রধান উপদেষ্টা উপদেষ্ট বাদল চন্দ্র দাস বলেন, ‘আমরা একদিন ময়লা পরিষ্কার না করলে দুর্গন্ধে শহরের রাস্তায় হেঁটে চলার উপক্রম থাকে না। রাতদিন মানুষের সেবা করে বিনিময়ে রাজনৈতিক মানুষের হাতে নির্যাতনের শিকার হতে হচ্ছে। বর্তমানে আমাদের সাথে ময়লার মতোই আচরণ করা হচ্ছে। কিছু মানুষ আমাদের বাসস্থান থেকে উচ্ছেদ করে সমাজের এক কোণে ছুঁড়ে ফেলার যড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘প্রয়োজনে চট্টগ্রাম হরিজন সম্প্রদায় রাজধানী মিরনজিল্লা এলাকায় অবস্থান নেবে। আমার ভাইদের উপর অত্যাচার থামাতে দরকার হলে অনির্দিষ্টকালের জন্য ময়লা পরিষ্কারের কাজ বন্ধ করে দেবে।’

চট্টগ্রাম পুণ্ডরীক ধাম ইসকন মন্দিরের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ মহারাজ বলেন, ‘হরিজন সম্প্রদায় রাষ্ট্রের সেবা করার জন্য গত চারশো বছর ধরে নিজ ভূখন্ড ভারত ছেড়ে বাংলাদেশের অবস্থান করছে। এই সম্প্রদায়ের লোকজনের পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু সম্প্রতি সময়ে পুরান ঢাকার আগা সাদেক রোডের পাশে মিরনজিল্লা সুইপার কলোনি একটি অংশ বাণিজ্য কাজে ব্যবহারের জন্য তাদের উচ্ছেদ করার চেষ্টা করছে। বিষয়টি দুঃখজনক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *