চট্টগ্রাম

তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসন থেকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তরুণরা দেশের সম্পদ। তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা কাজ করব। প্রধানমন্ত্রী তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আমাকে নির্দেশনা দিয়েছেন।

নবগঠিত মন্ত্রীপরিষদে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করার পর প্রথমবার চট্টগ্রাম এসে শিক্ষামন্ত্রী আজ শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র চট্টগ্রাম-৯ আসন থেকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ার পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর।

মত বিনিময়কালে মন্ত্রী বলেন, সবাইকে সাথে নিয়ে শিক্ষার প্রসারে যেমন এগিয়ে যেতে হবে, তেমনি বৃহত্তর চট্টগ্রামের উন্নয়েনেও সবার সহযোগিতা কাম্য। চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি রয়েছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে উন্নত ও আন্তর্জাতিকমানের অনেকগুলো অবকাঠামো চট্টগ্রামবাসীকে উপহার দিয়েছেন।

তিনি আরও বলেন, নতুন কারিকুলামসহ শিক্ষা পরিবারের নানা কাজ নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে, আমি সাংবাদিকদের সাথে নিয়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করব। চট্টগ্রামে একটা ইকোনোমিক ইকোসিস্টেম যেন আমরা তৈরি করতে পারি সে ব্যাপারেও সকলের সহযোগিতা কামনা করি।

জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীর সাথে মতবিনিময়শেষে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী শুক্র ও শনিবার দু’দিন চট্টগ্রামে কাটাবেন। এ সময়ে তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *