চট্টগ্রাম

তরুণীদের পছন্দের শীর্ষে ‘পদ্মজা-আলিয়া কাট’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ‘পদ্মজা’ নামের থ্রি-পিসের ভিডিও। এ পোশাক পরিধান করে নানা ভিডিও টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সবখানেই ভাইরাল হয়েছে।

এছাড়া এসব সামাজিক মাধ্যমে ‘আলিয়া কাট’ পোশাকের ভিডিও বেশ সাড়া ফেলেছে। তাই নগরের শপিং মলগুলোতে তরুণীদের নজর এখন এই দুই পোশাকে।

দোকানে এসে তরুণীরা প্রথমেই বিক্রেতাদের কাছে খোঁজ করছেন ‘পদ্মজা’ আর ‘আলিয়া কাটে’র।

এছাড়াও শপিং মলগুলোতে তরুণীরা মজেছেন সারারা, গারারা ও নাইরা নামের ভারতীয় পোশাকে। এ ছাড়া পাকিস্তানি কুর্তি, লেহেঙ্গা, ক্রপটপ গাউন আর বার্বি গাউনের দিকেও ঝুঁকছেন অনেকেই।

চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নিউ মার্কেট, বহদ্দারহাট সজল সুপার মার্কেট, ইলিজি স্কাই পার্ক, সেন্ট্রাল প্লাজা, আফমি প্লাজা, ফিনলে স্কয়ার, বালি আর্কেড, গুলজা, মতি টাওয়ারসহ বিপণি বিতান গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে শপিং মলগুলতো ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। বিশেষ করে রাতে ক্রেতাদের চাপে বিক্রয় কর্মীদের দম ফেলার ফুরসত নেই।

মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, শাড়ির দোকানগুলোয় বেড়েছে ক্রেতাদের ভিড়। এছাড়াও গার্মেন্টসের তৈরি পোশাকের দোকান, জুতা স্যান্ডেলের দোকান, প্রসাধনীর দোকানে সবচেয়ে বেশি ক্রেতাদের ভিড়। তবে ক্রেতাদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে মেয়েদের পোশাকের মধ্যে পদ্মজা, আলিয়া কাট, সারারা, গারারা ও নাইরা নামের এসব পোশাক বেশি বিক্রি হচ্ছে। তবে সুতি পোশাকের চাহিদাও রয়েছে। এছাড়াও অন্যান্য পোশাকও বিক্রি হচ্ছে।

ঈদে প্রতিবছরই দেশি পোশাকের চেয়ে ভারতীয় আর পাকিস্তানি পোশাকের দিকে নজর তরুণ তরুণীদের। এবারও তার ব্যতিক্রম নয়। এছাড়া তরুণীরা মজেছেন সারারা আর গারারা ও নাইরা নামের পোশাকে। ভারতীয় পোশাকের দাম একটু বেশি। দাম বেশি হলেও ভালো মানের পোশাকই ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন।

বিক্রেতারা জানান, এ সপ্তাহেই মার্কেটগুলোতে ক্রেতার আনাগোনা শুরু হবে। কেননা, চাকরিজীবীরা এ সপ্তাহেই বেতন পেয়ে যেতে পারেন।

তবে ত্রেতারা বলছেন, গত বছরের থেকে এবারের ঈদের পোশাকে দাম একটু বেশি। তবে দাম বেশি থাকলেও তারা সাধ্যের মধ্যে পোশাক কেনাকাটা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *