তিন উইকেট হারিয়ে চাপে কুমিল্লা
বিপিএলের অষ্টম আসরের ফাইনালে কুমিল্লার কাছে শিরোপা খুয়েছিল বরিশাল। সেই ক্ষত এখনও ভুলতে পারেনি বরিশাল।এক আসর পর আবারও ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচের চার বারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রতিশোধ নিতে চায় বরিশাল।
শুক্রবার (১ মার্চ) ফাইনালে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে কুমিল্লা।
ইনিংসের প্রথম ওভারেই সুনিল নারিনকে হারায় কুমিল্লা। ৪ বলে ৫ রান করে ক্যাচ আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। তিনে ব্যাট করতে এসেই দ্রুত রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়।
তবে ইনিংস বড় করতে পারেনি এই টাইগার ব্যাটার। ১০ বলে ১৫ রান করে জেমস ফুলারকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি। পিচের এক প্রান্ত আগলে রেখার কুমিল্লার অধিনায়ক লিটন দাস। তবে নিজেকে ধরে রাখতে পারেনি লিটন। ১২ বলে ১৬ রান করে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে তিন উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ৪৯ রান। জনসন চার্লস ৭ এবং মাহিদুল ইসলাম ২ রানে ব্যাট করছেন।