আন্তর্জাতিকধর্ম

তীব্র তাপমাত্রা, সৌদিতে ১৫ মিনিটে জুমার খুতবা-নামাজ

গ্রীষ্মকালের তীব্র তাপমাত্রা থেকে সুরক্ষার জন্য মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার খুতবা ও নামাজের সময় সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার।

শনিবার (২৯ জুন) সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ২১ জুন থেকে গ্রীষ্ম মৌসুম শেষ পর্যন্ত জুমার পুরো কার্যক্রম মাত্র ১৫ মিনিটে সম্পন্ন করতে হবে। এছাড়া জুমার প্রথম ও দ্বিতীয় আজানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দিতে হবে। জুমার খুতবা ও নামাজ সংক্ষিপ্তভাবে সম্পন্ন করার বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুল রহমান আল-সুদাইস জানান, মুসল্লিদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

এই নির্দেশনা পালন শুক্রবার থেকেই শুরু হয়েছে এবং গ্রীষ্মের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সৌদি আরবের এই দুই শহরে বর্তমানে তীব্র তাপমাত্রা বিরাজ করছে। আর বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকে। আর তাই মসজিদে আগত রোগী, বয়স্কসহ সাধারণ দুর্বল মুসল্লিদের সুরক্ষায় বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *