‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল টিএসসি
সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে ও বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সোয়া ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাষ্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে টিএসসি।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে আসতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।