রাজনীতি

তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩৭ জন

আগে থেকেই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছিল তৃণমূল বিএনপি। তার ধারাবাহিকতায় তফসিল ঘোষণার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। সেখানে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি কে বলেন, আজ (১৮ নভেম্বর) প্রথম দিন মোট ৩৭ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার  (২০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। পরে ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।
প্রথম দিন ঢাকা-১৭ আসনে লায়ন আফরোজা বেগম হ্যাপী, ঢাকা -৮ আসনে এস এম আকাশ, টাঙ্গাইল সদর-৫ আসনে আলহাজ্ব মো. শরীফুজ্জামান খান, টাঙ্গাইল-২ আসনে মাহবুবুর রহমান খান, খুলনা ৪ আসনে মেজর( অব:) ডাঃ চেখ হাবিবুর রহমান, নাটোর ২ আসনে মোঃ মজনু মিয়া, সাতক্ষীরা-৪ আসনে আসলাম আল মেহেদী, গাজীপুর-১ আসনে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীসহ মোট ৩৭জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিকে শনিবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১০টায় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথম দিনে দলটি সর্বমোট এক হাজার ৬৩টি মনোনয়ন বিক্রি করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *