দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্যস্ততম এলাকা হিলব্রুতে নুরুল হুদা লিটন (৩০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে এক সন্ত্রাসী। নিহত লিটনের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভুইয়া উপজেলায়।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাত আটার সময় জোহানেসবার্গের হিলব্রুতে তার নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, নিহত নুরুল হুদা লিটন (৩০) ঘটনার সময় দোকানে সামনে হাতে মোবাইলে ব্যস্ত ছিলেন। এসময় আগে থেকে দাঁড়িয়ে থাকা এক লোক জনসম্মুখে লিটনকে পেছন থেকে দুই রাউন্ড গুলি করে দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ গুলিবিদ্ধ লিটনকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রবাসীরা ধারণা করছেন, নুরুল হুদা লিটন টাগের্ট কিলিংয়ের শিকার হয়েছেন।
কমিউনিটি সূত্র জানিয়ে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। লিটনের এমন মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।