খেলা

দক্ষিণ আফ্রিকা সিরিজ: এখনও শঙ্কা কাটেনি, ভেন্যু ঢাকা ও চট্টগ্রামে

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের সফর স্থগিত হওয়ায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।

তবে সফরটি যদি সফলভাবে অনুষ্ঠিত হয়, তবে বিসিবি ইতোমধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত করেছে। বিসিবি সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে প্রোটিয়ারা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে। প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে। সূচি অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা দল ৩ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল। সেবার তিন সংস্করণের ক্রিকেটই খেলা হয়েছিল। বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়। দুই ম্যাচের টেস্ট সিরিজের উভয় ম্যাচই বৃষ্টির কারণে ড্র হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *