চট্টগ্রাম

দক্ষ নার্স-ল্যাব টেকনিশিয়ান বাড়লে স্বাস্থ্যসেবা বাড়বে

দেশে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হলে দক্ষ সেবিকা ও ল্যাব টেকনিশিয়ানের সংখ্যা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৬ ডিসেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটসের বিএসসি গভর্নিং বডির সভায় মেয়র এ মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে মেয়র বলেন, ৫৬টি স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে পুরো নগরে স্বাস্থ্যসেবা দেয় চসিক। তবে, একসময় স্বাস্থ্যসেবাতে চসিকের যে গৌরবোজ্জ্বল ইমেজ ছিল তা হারিয়ে গেছে।

আমি দায়িত্ব নেওয়ার পর সাড়ে ৩ কোটি টাকা ব্যয় করে মেমন মাতৃসদন হাসপাতাল সংস্কার করেছি। অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সেও গতি ফেরাতে কাজ চলছে। দেশে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হলে দক্ষ সেবিকা ও ল্যাব টেকনিশিয়ানের সংখ্যা বাড়াতে হবে। এ দুটি খাতে এখনো ঘাটতি আছে। ভবিষ্যতে, এ দুটি পেশায় দক্ষ শ্রমশক্তি তৈরিতে বিনিয়োগ করবে চসিক।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ইসমাইল খান। উপস্থিত ছিলেন চসিক সচিব খালেদ মাহমুদ, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরিন, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, চসিক ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটসের অধ্যক্ষ ডা. শাহনাজ আকতার, ডা. আইরিন সুলতানা, ডা. মোহাম্মদ মনোয়ার-উল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *