দখল, দলবাজি ও চাঁদাবাজি ‘নতুন বাংলাদেশ’-এর অভীষ্টের সঙ্গে সাংঘর্ষিক : টিআইবি
আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের ছেড়ে যাওয়া স্থানে দখল, দলবাজি ও চাঁদাবাজির যে সংস্কৃতি শুরু হয়েছে, তা “নতুন বাংলাদেশ” গড়ার স্বপ্নের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে কর্তৃত্ববাদের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। কিন্তু এই সুযোগকে কেউ কেউ দলবাজি, দখল ও চাঁদাবাজির মাধ্যমে অপব্যবহার করছেন, যা আন্দোলনের মূল চেতনার পরিপন্থী।
তিনি আরও বলেন, ছাত্র-জনতা যে নিপীড়ন ও দখলমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, তা বাস্তবায়নের পরিবর্তে কেউ কেউ এখন ক্ষমতার অপব্যবহারে লিপ্ত হচ্ছে। জমি, ব্যবসা, ইজারা, এমনকি সরকারি পদ-পদবি দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। এসব কার্যকলাপ “নতুন বাংলাদেশ” এর লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক এবং আন্দোলনের রক্তক্ষয়ী অর্জনকেও ব্যর্থ করে দেবে।
টিআইবি সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের এই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি মনে করে, এখন ক্ষমতাকে রাষ্ট্রের প্রতি দায়িত্ব হিসেবে দেখার সময়। দলবাজি ও দখলদারির এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনমুখী রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
টিআইবি সকলকে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষা আন্তরিকভাবে গ্রহণ এবং তা বাস্তবায়নের জন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে।