জাতীয়

দলীয় মনোনয়ন আ.লীগ কার্যালয়ে উপচে পড়া ভিড়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়ন প্রত্যাশী ও তাদের সাথে থাকা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা। এ অবস্থায় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।

রোববার (১৯ নভেম্বর) সকাল দশটায় দ্বিতীয় দিনের মত মনোনয়ন ফরম বিতরণ-জমা কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই মানুষের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছায়। একপর্যায়ে নেতাকর্মীদের অতিরিক্ত উপস্থিতির কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় কার্যালয় প্রবেশের পথ। দুপুর ১টার দিকে বাঁশের ব্যারিকেডের উপর দিয়েও কয়েকজনকে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

পরে ঘটনাস্থলে আসেন ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রোহানি। তার সঙ্গে নেতাকর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ সময় মাইকেও বারবার মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে অতিরিক্ত লোকজন যেন ভবনের ভেতর প্রবেশ না করে সে ব্যাপারে অনুরোধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *