খেলা

দাপুটে জয়ে আফগানদের হারাল ভারত

দিনের দিকে খেলা হওয়াতেই আত্মবিশ্বাসের সুর ছিল আফগান কোচ জনাথন ট্রটের কণ্ঠে। কেননা রাতে হলে শিশির পরার খুব একটা সম্ভাবনা ছিল।

কিন্তু এর ফলে পেসাররা বাড়তি সুইং , পান না স্পিনাররা স্পিন পান না। টস হেরে আগে বোলিংয়ে নেমে এক রশিদ খান ছাড়া কোনো বোলারই আস্থার প্রতিদান দিতে পারেনি

সুপার এইটের সেই ম্যাচে টস জিতে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান পেয়েছে ভারত। তাড়া করতে নেমে ১৩৪ রানেই গুটিয়েছে আফগানরা। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। আফগানদের ব্যাটিংয়েল সর্বোচ্চ ২৬ রান আসে আজমতউল্লা ওমরজাইয়ে কাছ থেকে। এছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।

এর আগে ভারতের জয়ের কাজটা সহজ করে দেন সূর্যকুমার যাদব। চারে নেমে ৫চার ও ৪ছক্কায় ৫৩ রান করেন তিনি। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩২, বিরাট কোহলি ২৪ ও ঋষভ পন্ত ১২ রান করেন। আফগানদের হয়ে তিনটি করে উইকেট নেন রশিদ খান ও ফজলহক ফারুকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *