চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

দীঘিনালায় বন্যপ্রাণীর দেহাবশেষ উদ্ধার

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় বনবিভাগ অভিযান চালিয়ে বিভিন্ন বন্যপ্রাণীর দেহাবশেষ বা ট্রফি উদ্ধার করেছে নাড়াইছড়ি বনবিভাগ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা উপজেলার বোয়াল খালী বাজারে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী’র দিক নির্দেশনায় নাড়াইছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান নেতৃত্বে নাড়াইছড়ি রেঞ্জের সঙ্গীয় স্টাফসহ বিভিন্ন বন্যপ্রাণীর দেহাবশেষ বা ট্রফি জব্দ করা হয়।

নাড়াইছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় আমরা নাড়াইছড়ি রেঞ্জের সকল স্টাফ বন্যপ্রাণী পাচাররোধ, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার স্বার্থে নিয়মিত টহল, বন্যপ্রাণীর বাণিজ্যরোধে হাটবাজার  নিয়মিত টহলের মাধ্যমে বন্যপ্রাণীর দেহাবশেষ বা ট্রফি জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *