চট্টগ্রাম

দুই দোকানে ১০২৭ লিটার সয়াবিন তেল চুরি, চোর আটক

পাঁচলাইশে দুই দোকান থেকে ১০২৭ লিটার সয়াবিন তেল চুরির ঘটনায় মো. ফারুক প্রকাশ সুজন নামের একজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরীর মোহরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

রবিবার (২৬ মে) রাতে আটকের বিষয়টি জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, গত ১৫ মে পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকার হাসেম বাজারের খাজা ট্রেডার্সের দোকানের সামনে থেকে ৩টি ড্রামভর্তি ৬১২ লিটার সয়াবিন সুপার তেল চুরি হয়। অন্যদিকে একই দিনে ২ নং গেইট রেল লাইনের পাশে শাহজাহান স্টোর নামের দোকানের সামনে থেকে ৩টি ড্রামভর্তি ৪১৫ লিটার সয়াবিন সুপার তেল চুরির অভিযোগ আসে থানায়। দুই ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরীর মোহরা এলাকায় অভিযান পরিচালনা করে সুজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে ২টি মামলার চুরি হওয়া ৩৭২ লিটার সয়াবিন সুপার তেল, ৬টি ড্রাম, চুরির ঘটনায় ব্যবহৃত ২টি পিকআপ, ২টি রিকশা-ভ্যান উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *