আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে রাশিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে রুশ সামরিক বাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিনকে গ্রেপ্তার করা হয়েছে। সামরিক আদালত তাঁকে দুই মাসের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের পরিচালকমণ্ডলীর প্রধানও ছিলেন শামারিন। দুর্নীতি বন্ধ প্রচেষ্টার অংশ হিসাবে এর আগেও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে রাশিয়া। এবার চতুর্থতম উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে শামারিনকে গ্রেপ্তার করা হলো। চলতি মাসের শুরুতে ঘুষ নেওয়া অভিযোগে মেজর-জেনারেল ইভান পপভ, ইউক্রেনে রুশ অভিযানের সাবেক শীর্ষ কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী অধিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইউরি কুজনেটসভকে গ্রেপ্তার করা হয়।

শামারিনের গ্রেপ্তার প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই একটি চলমান প্রচেষ্টা। এটা কোনো প্রচারণা নয়। এটি আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ।

গত এপ্রিলে সাবেক রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ঘনিষ্ঠ সহযোগী উপ-প্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভকেও ঘুষের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপরপরই মে মাসে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে শোইগুকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে তাঁর স্থলাভিষিক্ত হন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভকে। রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শোইগুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। গত বছর রুশ প্রশাসনের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টায় ব্যর্থ হন প্রিগোজিন। এর কয়েক মাস পরই বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

রুশ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের উপ-প্রধান ছিলেন শামারিন। যদিও গেরাসিমভের বিরুদ্ধে কোনও অন্যায়ের অভিযোগ আনা হয়নি। তবে প্রায়ই ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর কর্মক্ষমতা নিয়ে কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *