দেড় ঘণ্টায় ৩১ আপিল শুনানি : প্রার্থিতা ফেরত পেলেন ১২ জন, নামঞ্জুর ১৬
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের প্রথম দেড় ঘণ্টায় ৩১টি আপিলের শুনানি হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব আপিলের শুনানি শেষ হয়।
এসময় আপিল শুনানিতে প্রার্থীর জবাবে সন্তুষ্ট হয়ে ১২ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে নির্বাচন কমিশন। আর অবৈধ ঘোষণা বহাল রাখা হয়েছে ১৬ জন প্রার্থীর এবং সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে তিনজন প্রার্থীর।
মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন— চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ঢাকা-১৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মো. নাজমুল ইসলাম, ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, মুন্সিগঞ্জ-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিকী, রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. সুমনা আক্তার, ঢাকা-৫ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নুরুল আমিন, বাগেরহাট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী হাজরা শহিদুল ইসলাম, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. মাছুমা আক্তার, কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ, ঢাকা-১৯ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী মো. জুলহাস এবং ঢাকা-১২ আসনের ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মো. আতিকুর রহমান নাজিম।
মনোনয়নপত্র নামঞ্জুর হওয়া প্রার্থীরা হলেন— ঠাকুরগাঁও-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. তাহমিনা আক্তার মোল্লা, কক্সবাজার-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ, সিরাজগঞ্জ-১ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শফিকুল ইসলাম, বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নাছির হায়দার করিম, নোয়াখালী-৬ আসনের এনপিপির প্রার্থী তরিকুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনের এনপিপির প্রার্থী ফজলুল হক, যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, নেত্রকোনা-৩ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আসাদুজ্জামান খান, ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভিন আক্তার, নওগাঁ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন, নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন বাবর, নওগাঁ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সামাদ প্রমানিক, ময়মনসিংহ-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী বাবুল আহম্মেদ এবং মানিকগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী জসিম উদ্দিন।
মনোনয়নপত্রের ব্যাপারে সিদ্ধান্ত পেন্ডিং রয়েছে তিনজন প্রার্থীর। তারা হলেন— রাজশাহী-৫ আসনের বিএসপির প্রার্থী মো. আলতাফ হোসেন মোল্লা এবং মানিকগঞ্জ-৩ ও ১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল আলম রুবেল।