চট্টগ্রাম

দেড় লাখ ইয়াবার উদ্ধার মামলায় ৩ জনের যাবজ্জীবন

আনোয়ারা থানার দেড় লাখ ইয়াবার উদ্ধার মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৫ জুন) চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আ.স.ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মোহাম্মাদ ইব্রাহীম, জাহেদ হোসাইন ও মাহমুদুল হক।

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ২১ জনের সাক্ষ্য প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২৪ ডিসেম্বর পটিয়া ও আনোয়ারা থানা পুলিশ বাঁশখালী-আনোয়ারা সড়কের কালাবিবি দিঘীর পাড় এলাকায় যৌথ তল্লাশি চৌকি বসায়। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা তিন যুবককে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আনোয়ারা থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *