জাতীয়

‘দেশের অবস্থা ১২ থেকে ১৩টা বাইজা গেছে’: ব্যারিষ্টার সুমন

‘দেশের অবস্থা ১২ থেকে ১৩টা বাইজা গেছে’ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বলেন, আমি জানি না কতটা আবার ফেরত আনতে পারবো। তবে ১২ থেকে কমিয়ে অন্তত ৯-১০টা পর্যন্ত আনতে পারি। যাতে মানুষ বলতে না পারে যে দেশের বারোটা বেজে গেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জে দুদকের দায়ের করা এক মামলার আসামি পক্ষের কৌঁসুলি হিসেবে আসার পর আদালত চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ব্যারিস্টার সুমন।

তিনি আরও বলেন, আমার নেতা শেখ হাসিনা আর আমার চিন্তার মধ্যে অনেক মিল আছে। দুজনই মৃত্যুকে খুব একটা পরোয়া করি না আর দুজনেই সংসদে আছি। আমি আমার এলাকা দেখবো। আর শেখ হাসিনা দেখবেন পুরো বাংলাদেশ।

এসময় পলিথিনের বিষয়ে সমালোচনা করে তিনি বলেন , ১৯৯৫ সালে দেশে পলিথিন নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হলেও হলেও তা কার্যকর হয়নি। দেশের বাজারে যারা পলিথিন বিক্রি করে তারা অনেক বেশি শক্তিশালী। এ কারণেই সরকার এদের ধরতে চায় না। সরকারকে জিজ্ঞেস করলে উপরে উপরে বলে আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার মূল জায়গায় হাত না দিয়ে যে জায়গায় হাত দিলে কোনো ঝামেলা হবে না সেখানে হাত দেয় বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *