জাতীয়

দেশের অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে: এলজিআরডিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার টানা চতুর্থবার ক্ষমতায় আছে। ফলে দেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়েছে। এর মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে।

তিনি বলেন, আগে যে মানুষের কাছে টাকা কম ছিল, তখন তারা হেঁটে যেত। এখন মানুষের কাছে টাকা হয়েছে। তারা গণপরিবহনে যাতায়াত করেন। অনেকে ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেন।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এলজিআরডিমন্ত্রী এসব কথা বলেন। ‘ঢাকার যানজট: মেট্রোরেল, এক্সপ্রেসওয়ের প্রভাব’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা ইউলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা)।

প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, এ ঢাকা শহরে অনেক সমস্যা ছিল। আমরা সেসব সমস্যা কাটিয়ে উঠতে নানান প্রকল্প নিচ্ছি। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গঠনে কাজ করছেন।

এলজিআরডিমন্ত্রী বলেন, নগরের ফুটপাতে যত্রতত্র হকার বসে। অনেকে রাস্তার পাশে ভ্যান গাড়ি রেখে দেয়। ফুচকার দোকান বসায়। এতে করে যানজট সৃষ্টি হয়। এগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। ড্যাপ অনুযায়ী ধাপে ধাপে সব কাজ করতে হবে।

ডুরার সভাপতি ওবায়দুল মাসুমের সভাপতিত্বে সেমিনারে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম, বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ, নগর পরিকল্পনাবিদ আয়েশা সাঈদ প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *