পার্বত্য চট্টগ্রাম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাঘাইছড়িতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

পবিত্র মাহে রমজানে খেজুর, ছোলা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির বাঘাইছড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মাহ্ফুজুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় উপজেলা মসজিদ মার্কেট, উপজেলা পরিষদ মার্কেট ও চৌমুহনী মার্কেটে অভিযান চালিয়ে নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকায় এবং নোংরা পরিবেশের জন্য তিন দোকানীকে ২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বেশকিছু দোকানীকে সতর্ক করেন এবং ইফতারের বাজার ঘুরে দেখেন।

এ সময় বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *