নতুনব্রিজে ৭ টন সামুদ্রিক মাছ জব্দ, গ্রেফতার ১৫
চট্টগ্রাম নৌ পুলিশের সাঁড়াশি অভিযান ৫ টি ট্রাকে ৭ টন লইট্টা ও তুল ডানডি মাছসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মাছ শিকার, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ।
শনিবার (১৩ জুলাই) সকালে নগরীর নতুনব্রিজ এলাকা থেকে এসব মাছ ও ট্রাক জব্দ করা হয়।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
নৌ পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে নগরীর নতুনব্রিজ এলাকায় অভিযান চালায় নৌ-পুলিশ। এ সময় সন্দেহজনক ৫টি ট্রাকে তল্লাশি করা হয়।
পরে ট্রাক থেকে ককসিটের বক্সের ভেতরে রাখা ৬ হাজার ৯০০ কেজি প্রায় ৭ টন লইট্রা ও তুল ডানডি স্থানীয় ভাষায় চুলের দাঁড়ি মাছ পাওয়া যায়। মাছের ৫টি ট্রাকসহ ১৫ জন ব্যক্তিকে এ সময় গ্রেপ্তার করা হয়। ট্রাক গুলোর মধ্যে বাঁশখালীর রয়েছে দুটি আর বাকি তিনটি কক্সবাজারের টেকনাফ এলাকার।
নৌ-পুলিশের ওসি মো. একরামুল হক জানান, ‘জব্দ করা মাছ গুলো বিজ্ঞ আদালতের আদেশে বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও জেল খানার কয়েদীদের জন্য বিতরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে ৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত এ নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত।