জাতীয়

নতুন পেঁয়াজে সয়লাব পাবনা

পাবনার বাজারগুলো নতুন পেঁয়াজে (মুরিকাটা) সয়লাব হয়ে গেছে। তিন থেকে চার দিনের ব্যবধানে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হওয়া সবজিটির দাম কমেছে কেজি প্রতি অন্তত ৬০ টাকা।

মঙ্গলবার সরেজমিন, গত তিন থেকে চার দিন আগে যে পেঁয়াজ হাটে পাইকারিতে বিক্রি হয়েছে প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকা, দুই দিনের ব্যবধানে বর্তমানে পেঁয়াজ পাইকার বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

পাবনার হাজির হাটে পেঁয়াজের বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে তিন হাজার থেকে তিন হাজার ৪০০ টাকা দরে। হাটে ব্যাপক পরিমাণ মুড়িকাটা পেঁয়াজের আমদানি দেখা গেছে।

একই সঙ্গে পুরাতন হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মণ দরে। যা কেজিতে ১২০ থেকে ১৩০ টাকা পাইকার দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে অনেক বেশি দামে।

ব্যবসায়ীরা বলছেন, সামনের দিনে আরও দাম কমে আসবে নতুন মুড়িকাটা পেঁয়াজের। যে পরিমাণ পেঁয়াজ কৃষকের ক্ষেতে রয়েছে, তাতে ভারত থেকে পেঁয়াজ না এলেও কোনো সমস্যা হবেনা। বর্তমানে কৃষক ভালো দাম পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *