নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২৬ জুন) বিকেল ৩ টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।
এরআগে, আজ বুধবার বেলা সোয়া ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বেলা ১টা ৩২ মিনিটে আমরা আগুনের খবর পাই। আমাদের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কেউ হতাহত হয়েছে কিনা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
মেঘনা ডিপোর কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘জাহাজটি আজ তেল নিয়ে ভোলায় যাত্রা করার কথা ছিল। শুনতে পেয়েছি, দুপুরে জাহাজের স্টাফরা রান্না করার সময় আগুন লেগে যায়। বিস্ফোরিত হয় জাহাজের ড্রামে সংরক্ষণ করে রাখা পেট্রল ও ডিজেলের ড্রাম। জাহাজে ৮৬ ড্রাম পেট্রল ও ৭০ ড্রাম ডিজেল মজুত ছিল।’
প্রত্যক্ষদর্শী শ্রমিক আজিজ বলেন, ‘প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আঁতকে উঠি। দূর থেকে জাহাজের কয়েকজন স্টাফকে লাফিয়ে নদীতে পড়তে দেখেছি। শুনেছি কয়েকজন নিখোঁজ আছে।’