চট্টগ্রামজাতীয়

নারীর প্রতি সহিংসতা রোধে এলজিইডির সভা

অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকদের ন্যায্য অধিকার, মুজুরি ভাতা, নারী শ্রমিকদের নিরাপত্তা এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পরিচালিত চলমান উন্নয়ন প্রকল্প সাপোর্টিং রুরাল বীজেস’র আওতায় মঙ্গলবার (২১ নভেম্বর) নগরের ষোলশহরের এলজিইডির প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা এলজিইডির তত্বাবধানে গ্রামীন অবকাঠামোগত উন্নয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, কাজের পরিবেশ তৈরি, নারী শ্রমিকদের কাজের সুবিধা করে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি বিষয়ে প্রতিবন্ধকতা তুলে ধরেন। জেন্ডার সহিংসতা প্রতিরোধে নাগরিক পরীবিক্ষন ও সামাজিক অংশগ্রহন নিশ্চিতে একটি নাগরিক নেটওয়ার্ক গঠনের সহযোগিতার আশ্বাস দেন তারা।

এছাড়াও আইনি পরামর্শ, সহায়তা বা চিকিৎসার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসসহ নারীর প্রতি সহিংসতারোধে প্রয়োজনে জরুরী হট লাইন নাম্বর ৩৩৩ ও ৯৯৯ প্রচারের জন্য অনুরোধ জানানো হয়। নারীরা যাতে সুন্দর কর্মপরিবেশে তাদের দক্ষতা প্রমাণ করতে পারে সে লক্ষ্যে সকল স্তরের মানুষ যেন এগিয়ে আসে সে আশা ব্যক্ত করা হয়। সেইসঙ্গে এ বিষয়ে এলজিইডির উদ্যোগের জন্য সকলে সাধুবাদ জানায়।

অ্যালায়েন্স গঠন বিষয়ক এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাপোটিং রুরাল ব্রীজ মেইন্টিনেন্স প্রকল্পের বিএমই প্রকৌশলী কলহা খৈ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, সিনিয়র সহকারী প্রকৌশলী সুমন তালুকদার।

এছাড়াও সিএসডিএফ প্রকল্প সমন্বয়কারী শম্পা কে নাহারের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুল পাশা ভুইয়া, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সিএসডিএফ চেয়ারপার্সন এস এম নাজের হোসাইন, প্রবীন সাংবাদিক এম নাসিরুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট রেহেনা বেগম রানু, নারী নেত্রী ও ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, সিআরসিডির নির্বাহী পরিচালক ও ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, দৈনিক পূর্বদেশের এম এ হোসেন, সিভয়েস টুয়েন্টিফোর ডটকমের শারমিন রিমা, দৈনিক পূর্বকোনের মরিয়ম জাহান মুন্নী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের নীলা চাকমা, দৈনিক পূর্বদেশের শফিকুল ইসলাম, সবুজের যাত্রার নির্বাহী পরিচালক সায়েরা বেগম, সিএসডিএফর সুফিয়া কামাল ফেলো জান্নাতুল ফেরদৌস ও সায়মা হক, ইশিকা ফাউন্ডেশনের জহুরুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে বক্তাগন নারীর প্রতিসহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কর্মপরিধি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *