চট্টগ্রাম

নিউমার্কেটে সড়ক-ফুটপাত পুনর্দখল ঠেকাতে ফের অভিযান

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড় থেকে আশপাশের এলাকায় সড়ক ও ফুটপাত পুনর্দখল ঠেকাতে অভিযান করেছে সিটি কর্পোরেশন। এ সময় বেশ কয়েকটি অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়।

বুধবার (২০ মার্চ) সকালে চসিকের একটি টিম অভিযান চালিয়ে হকারদের সরিয়ে দিয়ে আবারও নিউমার্কেট থেকে পুরাতন রেলস্টেশন পর্যন্ত এলাকার সড়ক-ফুটপাত দখলমুক্ত করে।

চসিকের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি দখলমুক্ত করা সড়ক ও ফুটপাত রমজানের অজুহাতে আবারও দখলে নিয়ে দোকান বসাতে শুরু করেছিলেন হকাররা।

অভিযানে নেতৃত্ব দেওয়া চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন জানিয়েছেন, অন্তঃত শ’খানেক অস্থায়ী চৌকি ও কাঠের টুলসহ ভ্রাম্যমাণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক-ফুটপাত দখলে রাখা হকারদের সরিয়ে তাদের কিছু মালামাল জব্দ করা হয়েছে।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, চৈতী সর্ববিদ্যা ও শাহরীন ফেরদৌসী এবং র‌্যাব-পুলিশের দুইশ’র বেশি সদস্য অভিযানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *