চট্টগ্রামরাজনীতি

নির্বাচনে মানুষের ঢল নামবে, ভোট বিপ্লব হবে: লতিফ

চট্টগ্রাম: বন্দর পতেঙ্গা আসনে নৌকার পক্ষে গণজোয়ার দেখা গেল। বিকেল ৩টা থেকেই হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকে একের পর এক মিছিল। এম এ লতিফ বলেন নির্বাচনে মানুষের ঢল নামবে, ভোট বিপ্লব হবে

ছেলেদের মিছিলের পাশাপাশি একই রঙের শাড়ি পরা শত শত নারীর মিছিল নজর কাড়ছিল সবার। তাদের বুকে নৌকা প্রতীক, মুখে দীপ্ত স্লোগান। দেখতে দেখতে কানায় পূর্ণ হয়ে যায় মাঠটি। স্লোগানের পাশাপাশি ছিল আওয়ামী লীগের নির্বাচনী যত গান। সেই গানের তালে তালে নেচে গেয়ে উল্লাসে মেতে ওঠেন তরুণ-যুবকরা। সিএনজি অটোরিকশায় ঢোল বাজিয়ে সুর করে নৌকার পক্ষে দুই তরুণের গান এলাকাবাসীকে মুগ্ধ করেছে।

নির্বাচনী গণসংযোগে অংশ নিতে আসেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এম আবদুল লতিফ। এ সময় তিনি বলেন, আমার জয়ের ব্যাপারে সাধারণ মানুষ বলবেন, যারা ভোটার। আমি দেখছি মানুষ খুব উৎসাহী। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখছি। মানুষের শঙ্কা কাটানোর জন্য সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ রয়েছে। তারা ব্যবস্থা নেবে। সমাজে যারা মাস্তান, চাঁদাবাজ, খুনি তাদের বিতাড়ন করা গেলে দেশে ভোটে মানুষের ঢল নামবে, ভোট বিপ্লব হবে। ভোটে মানুষের আস্থা সৃষ্টি করার জন্য সব বাহিনী নেমেছে, নির্বাচন কমিশন সব ব্যবস্থা নিয়েছে। কিন্তু একটি এলাকায় একশ’সন্ত্রাসী থাকে। ওই একশ সন্ত্রাসী চলে গেলে এক লাখ মানুষের মনে স্বস্তি আসবে।

তিনি সমবেত জনতার উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পিছিয়ে থাকা একটি দেশকে কীভাবে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করলো বিশ্ববাসীর সামনে তা বড় বিস্ময়ের। অভূতপূর্ব এক জাদু। আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বিশ্বের মানচিত্রে নব পরিচয়ের আত্মমর্যাদাশীল বাংলাদেশের ক্যারিশম্যাটিক নির্মাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার গঠনের লক্ষ্যে নৌকায় ভোট দিন।

চটগ্রাম উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমার আসনে আউটার রিং রোড, শহর রক্ষা বাঁধ, ফ্লাইওভার, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, বে টার্মিনাল ও চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন বানাতে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করেছেন রোমাঞ্চকর বঙ্গবন্ধু টানেল। যোগাযোগ ও অর্থনৈতিক জোন হিসেবে কোরিয়ান ইপিজেডে বিশাল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতো যুগান্তকারী উন্নয়নের কৃতজ্ঞতা জানাতে সারাদেশে শেখ হাসিনার সব প্রার্থীকে নৌকায় ভোট দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *