শিক্ষা

নীলফামারীর এক বিদ্যালয়ে সবাই ফেল

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষায় দুইজন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেনি কোন শিক্ষার্থী। এতে সমালোচনার ঝড় বইছে উপজেলা জুড়ে।

রোববার (১২মে) সকালে এসএসসি পরিক্ষা ফলাফল প্রকাশিত হয়। এতে কোন শিক্ষার্থী পাশ না করার তালিকায় এ বিদ্যালয়ের নাম পাওয়া যায়৷

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষায় দুইজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এতে অংশগ্রহণ করা দুইজন শিক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। তবে এ বিদ্যালয়ে পাঠ দানের জন্য ১২ জন শিক্ষক কর্মরত আছেন৷

এবিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, এ বিদ্যালয়ে এবার কেউ পাশ করতে পারেনি।এতে আমাদের এলাকার নাম খারাপ হচ্ছে। এখানে শিক্ষকরা তো প্রত্যেকদিন আসে ঠিকমত ক্লাস নেয় কিনা সেটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখা প্রয়োজন।

এবিষয়ে ওই বিদ্যালের প্রধান শিক্ষক আক্তার হাবিবের মুঠোফোনে যোগাযোগ করে মন্তব্য পাওয়া যায়নি।

ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, এ বিদ্যালয়ে কেউ পাশ করতে পারেনি বিষয়টি দুঃখজনক। এখানে শিক্ষার্থী এত কম আর কেউ পাশ করতে পারিনি কেন বিষয়টি দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *