দেশজুড়ে

নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার মা-বাবার কাছে নেশার টাকা না পেয়ে বসত ঘর পুড়িয়ে দিয়েছে এক যুবক। এতে ওই বাড়ির ৫টি কক্ষ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কাপাসিয়া থানার সূর্য্যনারায়নপুর দক্ষিণ পাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন খানের বাড়িতে তার ছেলে কামরুজ্জামান (২৫) অগ্নিসংযোগ করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।”

বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন খানের বরাত দিয়ে ওসি বলেন, “কামরুজ্জামান বিভিন্নভাবে তার বাবাকে টাকার জন্য চাপ দিচ্ছিল। তার বাবা আমার কাছে সহযোগিতাও চেয়েছেন। আজ ছেলেটি মাদকের টাকা না দেওয়ায় নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।”

কামরুজ্জামান বর্তমানে পলাতক আছেন। পুলিশ তাকে খুঁজছে বলে জানান ওসি।

প্রতিবেশীরা জানায়, ছয় মাস আগে ছেলে কামরুজ্জামানকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দিয়েছিলেন বাবা নাজিমুদ্দিন।

কাপাসিয়া থানার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, ওই বাড়ির ৫টি কক্ষের সব আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *