নোয়াখালীতে প্রার্থীর সভামঞ্চে জুতা নিক্ষেপ, তদন্তে পুলিশ
নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের পথসভা চলাকালে সভামঞ্চে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা নামক স্থানে এই ঘটনা ঘটে।
এ সময় এক যুবক সভামঞ্চের সামনে গিয়ে মোরশেদ আলমকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারে। পথসভার একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় সভামঞ্চে থাকা লোকজন তাৎক্ষণিক ওই যুবককে নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে মোরশেদ আলমের কর্মী–সমর্থকেরা চড়–থাপ্পড় দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।
বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব বলেন, আটক যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে কেন এই ঘটনা ঘটিয়েছে, তা বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, মো. আলাউদ্দিন আলো (৩৫) নামের ওই যুবক কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।