জাতীয়

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে হামলা, আহত ৫

নোয়াখালীতে রোববার যাত্রীবাহী বাসে হামলার ঘটনায় পাঁচ যাত্রী আহত হন। সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, ‘দুর্বৃত্তরা সড়কের পাশের একটি গলি থেকে চলন্ত বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের তিন থেকে চারটি গ্লাস ভেঙে যায়।’

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একুশে পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসে থাকা পাঁচ যাত্রী আহত হন।

উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে রোববার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা সড়কের পাশের একটি গলি থেকে চলন্ত বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের তিন থেকে চারটি গ্লাস ভেঙে যায়।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে সোনাপুর বাস টার্মিনাল থেকে ২৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে একুশে পরিবহনের একটি বাস রওনা দেয়। যাত্রাপথে বাসটি দত্ত বাড়ির মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কয়েকজন বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

একুশে পরিবহনের চেয়ারম্যান অহিদ উদ্দিন মুকুল বলেন, ‘অবরোধ সমর্থকদের হামলায় বাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে একই গাড়িতে ঢাকার উদ্দেশে যাত্রা করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *