চট্টগ্রামরাজনীতি

নৌকা থেকে ছিটকে পড়লেন বর্তমান এমপি মাইজভান্ডারি

নৌকায় ঠাঁই পেলেন না ১৪ দলের শরিকদল তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের জন্য ৭টি আসন চূড়ান্ত করেছে জোটের প্রধান আওয়ামী লীগ। ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্যে, জোটের জাসদ, ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টিকে (জেপি) এসব আসন ছাড়া হচ্ছে। তবে, নজিবুল বশর মাইজভাণ্ডারি বলছেন, চিন্তার কোনো কারণ নেই, আপাতত ৭টি আসন ছাড়া হয়েছে, আমারটিও পাব।

বিষয়টি নিয়ে তিনি ঢাকায় আজ সংবাদ সম্মেলন করবেন বলেও একটি সূত্রে জানা গেছে।

এর আগে আসন ভাগাভাগির একাধিক বৈঠকে অংশ নিয়েছিলেন দুবার নৌকার ‘মাঝি’ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি। বরাবরের মতো এবারও ‘ভাগ’ চেয়েছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন।

ওই আসনে আওয়ামী লীগ এবার প্রার্থী করেছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে। উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে স্বতন্ত্র হয়ে লড়ছেন হোছাইন মো. আবু তৈয়ব। শেষমেশ যদি নজিবুল বশর ভাণ্ডারির কপালে নৌকা না জুটলে ‘ত্রিমুখী’ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে সনিকে।

এদিকে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু গণমাধ্যমে বলেছেন, ‘আজ ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে আমরা বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জাসদকে ৩টি, ওয়ার্কার্স পার্টিকে ৩টি এবং জাতীয় পার্টিকে (জেপি) ১টি আসন ছেড়েছি আমরা।’ তবে কাকে কোন আসন ছাড়া হয়েছে তা জানানো হয়নি। পরবর্তীতে শরীকদলকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে বলে জানান আমির হোসেন আমু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *