চট্টগ্রামপটিয়া

পটিয়ায় ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভেল্লাপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে টেম্পোর সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার ওমর ফারুকের ছেলে সুফী আলম (২৫) ও কিশোরগঞ্জ জেলার ফিরোজ মিয়ার ছেলে নুরুজ্জামান (১৯)।

পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, গতকাল রাতে ভেল্লাপাড়া এলাকায় যাত্রীবাহী টেম্পোর সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় সুফি আলম ও নুরুজ্জামানকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে আহত দু’জনের নাম-পরিচয় জানা যায় নি।

তিনি আরও জানান, ঘটনার পর গাড়ি দুটি আটক করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে নিহত দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *