চট্টগ্রামপটিয়া

পটিয়ায় বিএনপি নেতার মামলায় সামশুল-মোতাহেরসহ আসামি ৩৭৫

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি সামশুল হক চৌধুরীকে প্রধান আসামি করে ৩৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। মঙ্গলবার (২০ আগস্ট) পটিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ বাদী হয়ে পটিয়া থানায় মামলাটি করেন।

মামলায় পটিয়ার সাবেক দুই সংসদ সদস্য, সাবেক এমপিপুত্র, পিএস, ১৫ ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়র, কাউন্সিলর, জেলা ও উপজেলা আ. লীগের নেতা, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের ৭৫ জনকে এজাহারভুক্তসহ আরো দুই থেকে তিনশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী ছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পটিয়া-১২ আসনের সাবেক সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সুজন, পৌরমেয়র আইয়ুব বাবুল, আ. লীগ নেতা অসিত বড়ুয়া, লিটন বড়ুয়া, যুবলীগ নেতা ডিএম জমির উদ্দিন, আবু সাদাত মোহাম্মদ সায়েম, চেয়ারম্যান আবুল কাশেম, এমএ হাসেম, আমিনুল ইসলাম খান টিপু, জাকারিয়া ডালিম, শাহাদাত হোসেন সবুজ, মাহবুবুর রহমান, ইনজামুল হক জসিম, মাহবুবুল হক চৌধুরী, শাহিনুল ইসলাম শানু, রনবীর ঘোষ টুটুন, সরোজ কান্তি সেন নান্টু, ফৌজুল কবির কুমার, মো. বখতিয়ার, মো. সেলিম, এহসানুল হক, সাবেক হুইপ পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন, আইয়ুব আলী প্রকাশ গ্রেনেড আইয়ুব, ছাত্রলীগ নেতা নাজমুল সাকের সিদ্দিকী, আমিনুল ইসলাম লিটন, নজরুল ইসলাম সোহেল, নুর রশিদ এজাজ, সরওয়ার হায়দার, ইউনুস সিকদার, মো. মহিউদ্দিন, আবদুল রউফ ভুট্টো, বুলবুল হোসেন, নাজিম উদ্দীন, হাসান উল্লাহ চৌধুরী, মো. রাসেল, বেলাল হোসেন, আবদুর রাজ্জাক রানা, নজরুল ইসলাম, আবদুল হান্নান, হেলাল, জাবেদ সরওয়ার, কাউন্সিলর সাইফুল ইসলাম, অজয় শীল, সাইফুল্লাহ পলাশ, সরওয়ার কামাল রাজিব, মহিউদ্দিন মহি, আলমগীর আলম, মাহফুজ, ইউনুচ তালুকদার, মো. হারুন, সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন সাব্বির, আবদুল্লাহ আল নোমান, শহিদুল আলম, মো. ফারুক, মো. নেছার, মুর্তজা কামাল মুন্সি, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, শাহাদাত হোসেন ফরিদ চেয়ারম্যান, শফিকুল ইসলাম শফি, মোজাম্মেল হক মাজু, সাইফুদ্দিন ভোলা, আরিফুল ইসলাম, পার্থ দাশ, নুরুল ইসলাম, আবুল হাসান মেম্বার, মো. পাভেল, আবদুল মান্নানকে এজাহার ভুক্ত আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, ‘মঙ্গলবার রাতে একটি মামলা করা হয়েছে থানায়। সেই মামলায় সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, পৌরমেয়র আইয়ুব বাবুল, ১৫ জন ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। আজ বুধবার মামলাটি পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’

এর আগে, ১৯ আগস্ট পটিয়া থানায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. নুরুল হাসান। এ মামলায় ৩৭৯ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *