পটিয়ায় মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি, বিএনপিকর্মীকে বহিষ্কার
চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন লোকজনকে মামলা দেয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ধলঘাট ইউনিয়ন বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) রাতে ধলঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সোলাইমান বাদল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নাজিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিজানুর উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন গ্রামের মৃত আবদুর রশীদ চৌধুরীর ছেলে।
মিজান গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে টার্গেট করে মিথ্যা মামলায় জড়িয়ে আদালতে মামলা দিয়ে আসছিলেন এবং ফোনে বিভিন্নজনকে মামলার আসামি না করার জন্য চাঁদা দাবি করে প্রতারণা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ধলঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান বাদল বলেন, ‘পটিয়ায় স্থাপিত সেনাবাহিনীর ক্যাম্প ও থানায় মিজানের বিষয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যার প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বলেন, ‘মিজান একজন টাউট ও প্রতারক। সে বিএনপির নাম ভাঙিয়ে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছে। পটিয়া থানার ওসিকে তার বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’