খেলা

পরপর দু’দিনে দুই ক্রিকেটারকে হারাল ক্রিকেট বিশ্ব

পরপর দু’দিনে দুই ক্রিকেটারকে হারিয়েছে ক্রিকেট বিশ্ব। আবার তারা দু’জনই ক্যারিবিয়ান ক্রিকেটার। এরমধ্যে একজন আবার ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডে নির্বাচকের দায়িত্বও পালন করেছেন। তিনি হলেন ক্লাইড বাটস।

গত শুক্রবার (৮ ডিসেম্বর) বাটস ৬৬ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মারা যান। আর তার পরদিন শনিবার (৯ ডিসেম্বর) মারা যান ৯৩ বছর বয়সী জো সলমন।

অফস্পিনার বাটস এক্লেসে গাড়ি দুর্ঘটনায় মারা যান। ১৯৮০ সালে ক্যারিবিয়ান পেস আক্রমণ যখন বিশ্ব ক্রিকেটে ত্রাস সেই সময় বাটস ভেল্কি দেখাতেন স্পিন ঘূর্ণিতে। খেলা ছাড়ার পর নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন।

বাটস, ১৯৮০-এর দশকে গায়ানার অধিনায়কত্বও করেছিলেন, তার প্রথম-শ্রেণীর ক্যারিয়ারে তিনি ৮৭টি ম্যাচ খেলেছিল। এছাড়াও তিনি সাতটি টেস্ট খেলেছেন জাতীয় দলের হয়ে। ১৯৮৫ সালের এপ্রিলে জর্জটাউনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তার। এই সাত টেস্টে তিনি ১০ উইকেটই নিতে পেরেছেন। রান করেছেন ১০৮।

অন্যদিকে, জো সলমন ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ২৭টি টেস্ট খেলে ১ হাজার ৩২৬ রান করেছিলেন। তবে সলমনকে ক্রিকেট বিশ্ব মনে রেখে দিয়েছে তার ফিল্ডিংয়ের জন্য। ১৯৬০ সালে গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সলমনের একটি থ্রো ওয়েস্ট ইন্ডিজ়কে ম্যাচ ড্র করতে সাহায্য করে। টেস্ট জিততে শেষ দু’বলে ১ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার, হাতে ছিল একটি উইকেট। স্কয়ার লেগ থেকে সলমনের থ্রোয়ে উইকেট ভেঙে গিয়েছিল ইয়ান মেকিফের। টেস্ট ড্র হয়ে যায়।

দুই ক্রিকেটারের মৃত্যুতে শোকাহত ক্যারিবিয়ান ক্রিকেট। সমাজমাধ্যমে সেই খবর পোস্ট করে দুই ক্রিকেটারের পরিবারকে সমবেদনা জানিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *