দেশজুড়ে

পরীক্ষাকেন্দ্রে মেয়েকে সহযোগিতা করায় শিক্ষক বাবার কারাদণ্ড

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে ঢুকে নিজের মেয়েকে সহযোগিতা করার দায়ে আতিকুল ইসলাম নামে এক শিক্ষককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চলাকালে ফুলবাড়িয়া আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত আতিকুল ইসলাম আছিম শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের শরীর চর্চা বিষয়ের শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরি জালাল খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষা চলাকালে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১০১ নম্বর কক্ষে ঢুকে এক পরীক্ষার্থীর খাতা ওলট-পালট করে দেখছিলেন আতিকুল ইসলাম নামে এক ব্যক্তি।

এসময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আতিকুল ইসলামকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পেশায় শিক্ষক আতিকুল ইসলাম ওই ছাত্রীর বাবা। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফুলবাড়ীয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *