অন্যান্য

পশুর নদীতে ডুবে যাওয়া লাইটারের কয়লা অপসারণ শুরু

বাগেরহাট: বাগেরহাটের মোংলার পশুর নদীতে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যাওয়া লাইটার এমভি প্রিন্স অব ঘষিয়াখালি-১ থেকে কয়লা অপসারণ শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে জাহাজটির মালিকপক্ষ কয়লা অপসারণ শুরু করেছে।

লাইটারের মালিক মো. বশির আহম্মেদ বলেন, লাইটারের কয়লা অপসারণের জন্য ‘ফারহা’ নামে একটি ট্রাকবোট ও অপসারণ করা কয়লা রাখার জন্য ‘মা বুশরা’ নামে অন্য একটি নৌযান আনা হয়েছে। আমরা কয়লা অপসারণ কাজ শুরু করেছি। কয়লা অপসারণ শেষে ৪-৫ দিনের মধ্যে জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে।

মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া যাওয়ার সময় শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় তলাফেটে ডুবে যায় এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ লাইটারটি। তবে লাইটার ডুবলেও বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *