পশ্চিমবঙ্গে ২৮ আসনে এগিয়ে মমতার তৃণমূল
ভারতের লোকসভা নির্বাচনের ফলে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ২৮টি আসনে এগিয়ে রয়েছে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। প্রথম সাড়ে তিন ঘণ্টার ফলে ২৮টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল।
অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৩টি আসনে। রাহুল গান্ধীর কংগ্রেস এগিয়ে আছে মাত্র একটি আসছে। পশ্চিমবঙ্গে লোকসভার আসন রয়েছে ৪২টি।
ভারতের লোকসভার মোট আসন ৫৪৩টি। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ২৯০ আসনে এগিয়ে রয়েছে মোদির জোট-এনডিএ। আর রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট এগিয়ে ২২৮ আসনে। সরকার গঠন করতে হলে কোনো জোট বা দলকে কমপক্ষে ২৭২টি আসন পেতে হবে।
এর আগে, গত ১৯ এপ্রিল শুরু হয় ভারতের ভোট। ৭ ধাপে অনুষ্ঠিত হয় নির্বাচন। শেষ ধাপে ভোটাভুটি হয় ১ জুন। লোকসভার ৫৪৩ আসনের বিপরীতে এবার প্রার্থী ৮ হাজার ৩৬০ জন।