দেশজুড়ে

পাঁচদিন পর আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু

বন্যার কারণে পাঁচদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে যাত্রী পারাপার শুরু হয়।

এতে স্বস্তি প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশে যাতায়াতের অপেক্ষায় থাকা যাত্রীরা। গেল ২১ আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে তলিয়ে যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। এরপর থেকে বন্ধ হয়ে যায় ইমিগ্রেশনের সব কার্যক্রম। এতে ভারতে আটকা পড়েন অনেক বাংলাদেশি। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক যাত্রীরাও যেতে পারেননি।

যাত্রীরা জানান, বন্যার কারণে আখাউড়া ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের যাত্রীদের দুভোর্গে পড়তে হয়। পাঁচদিন পর ইমিগ্রেশন চালু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

তবে যাত্রীদে দাবি, আন্তর্জাতিক চেকপোস্ট হিসেবে আখাউড়া ইমিগ্রেশনের আরও উন্নয়ন প্রয়োজন।

আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ খায়রুল আলম জানান, ২১ আগস্ট অফিসে পানি ঢুকে নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় ইমিগ্রেশন বন্ধ হয়ে যায়। পরে ঢাকার পুলিশের বিশেষ শাখা থেকে টিম এসে কারিগরি ত্রুটি মেরামত করে সচল করার পর ইমিগ্রেশন কার্যক্রম শুরু হলো। সোমবার দুপুরে ইমিগ্রেশন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *