চট্টগ্রাম

পাইকারি দামে মদ সরবরাহ করে ওরা

নগরের বায়েজিদ থানার অক্সিজেন মোড়ের বেপারী পাড়া এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে এক হাজার লিটার চোলাই মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ সময় পালিয়ে গেছে আরও একজন।

শনিবার (১ জুন) দিবাগত রাত ৩টার দিকে মুন্নি কমিশনারের বাড়ির সামনের হাটহাজারী সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার বড় জন্ম গোতাইছড়ির আব্দুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন (২৮), একই জেলার লক্ষ্মীছড়ি থানার শিলাছড়ি এলাকার মো. ইউসুফ আলীর ছেলে কামাল হোসেন (২৭)। পলাতক অপরজন একই জেলার মানিকছড়ি থানার গাড়িয়াটানা এলাকার পেরাগ ত্রিপুরার ছেলে সাধন ত্রিপুরা। গ্রেপ্তার দুজনেই নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার বাসিন্দা।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘মূলত চোলাই মদগুলো খাগড়াছড়ি জেলা থেকে পাইকারি দামে এনে চট্টগ্রামে সাপ্লাই দিতো গ্রেপ্তার আসামিরা। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। জব্দকৃত পিকআপের চালক সাধন ত্রিপুরা পলাতক আছেন। আমরা তাকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *