আন্তর্জাতিক

পাকিস্তানের সেনা পোস্টে তালেবান হামলা, নিহত ৭

আফগান সীমান্তের কাছে পাকিস্তানি সেনা পোস্টে আত্মঘাতী হামলায় ৭ জন নিহত হয়েছে। আততায়ীরা বিস্ফোরক ভর্তি গাড়ির পাশাপাশি আত্মঘাতী বোমা ব্যবহার করে হামলায় গুলি চালায়। একটি সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তানের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি সামরিক পোস্টে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির পাশাপাশি আত্মঘাতী বোমা ব্যবহার করে আক্রমণ করে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এ হামলায় ৭জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।

পাকিস্তানি সেনা বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখওয়ার প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় গতকাল শনিবার সেনারা ৬ হামলাকারীকে হত্যা করেছে, যাদের মধ্যে কয়েকজনের শরীরে আত্মঘাতী বোমা পরা ছিল। যদিও সামরিক বাহিনীর মিডিয়া শাখায় হামলার পিছনে কে দায়ী ছিল তা জানা যায়নি।

তবে একটি নবগঠিত গোষ্ঠী, জইশ-ই-ফুরসান-ই-মুহাম্মদ এর দায় স্বীকার করেছে।

সেনা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সেনা পোস্টে ঢুকিয়ে দেয়, এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ফলে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে। এতে পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত হয়। আরও দুই নিরাপত্তা বাহিনীর সদস্য মারা গেছে আক্রমণকারীদের সাথে পরবর্তী যুদ্ধে।’

এলাকাবাসীরা রয়টার্সকে জানিয়েছেন, হামলার সময় একটি বিস্ফোরণে দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার নিন্দা করেছেন এবং ‘শহীদ’ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

উত্তর ওয়াজিরিস্তান দীর্ঘদিন ধরে পাকিস্তানি তালেবান এবং অন্যান্য গোষ্ঠীর ঘাঁটি ছিল। পরে সেনাপোস্ট বসিয়ে এলাকাটিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে মাঝেমধ্যে হামলা অব্যাহত রয়েছে। অনেকেই বলছেন পাকিস্তানি তালেবানরা আবার সংগঠিত হচ্ছেঅ

উল্লেখ্য, পাকিস্তানি তালেবান একটি পৃথক গোষ্ঠী কিন্তু তারা আফগান তালেবানদের সহযোগী।

খবর: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *