খেলা

পাকিস্তান সফরে করাচি-রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলবে বাংলাদেশ

বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই টেস্ট খেলতে আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত।

সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে করাচির জাতীয় স্টেডিয়ামকে। যা চলবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছিল ২০২০ সালে। সিরিজের একমাত্র সেই ম্যাচে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এ দুটি ম্যাচের সিরিজ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তানে যেতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সবসময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে।

বাংলাদেশ সিরিজের পর অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে দুটি টেস্ট। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করবে তারা।

এদিকে, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাবিত সূচি দিয়েছে স্বাগতিক পাকিস্তান। যা পরে চূড়ান্ত করবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বাংলাদেশ ছাড়াও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *