পাখির খাঁচায় গাঁজা রেখে বিক্রি, নারীসহ দুজন ধরা
নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ব্যবসার সাথে জড়িত এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিএন্ডবি কলোনির করিম সওদাগরের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন—কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার মৃত আব্দুল করিম সওদাগরের ছেলে তাজ মোহাম্মদ প্রকাশ মাহমুদ (৩৬) এবং লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার সবুজ গ্রাম এলাকার আলহাজ্ব আবুল কাশেমের মেয়ে নুর নাহার বেগম প্রকাশ নুরুন্নাহার (৩৪)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, পাথরঘাটা ব্রিকফিল্ড রোড এলাকা থেকে এক নারীসহ দুইজনকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। পরবর্তীতে আটক তাজ মোহাম্মদের বাসায় রাখা একটি পাখির খাঁচার ওপর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে এসব গাঁজা কিনে এনে বিক্রির জন্য এখানে রেখেছিলো।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন ওসি ওবায়দুল হক।