পার্ক সরিয়ে মাঠ করার দাবি
আগ্রাবাদ এলাকায় জাম্বুরি মাঠের একাংশে গড়ে তোলা কর্ণফুলী শিশু পার্কের অপসারণ চাইছেন স্থানীয়রা। মাঠটি দ্রুত শিশু-কিশোরদের খেলাধূলার জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছেন তারা। স্থানীয়রা বলছেন- আশপাশে উন্মুক্ত খেলার মাঠ না থাকায় শিশু-কিশোররা ‘ঘরবন্দি’ হয়ে পড়েছে। তাদের সুস্থ বিনোদনের জন্য জাম্বুরি মাঠ আগের অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।
‘জাম্বুরি মাঠে দখলযজ্ঞ নয়, খেলার স্টেডিয়াম চাই’- স্লোগানে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। স্থানীয় ক্রীড়া সংগঠন- নওজোয়ান ক্লাবের সদস্যরা জাম্বুরি মাঠ আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করছেন।
নওজোয়ান ক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল জানান, জাম্বুরি মাঠে গড়ে তোলা শিশু পার্কের লিজের মেয়াদ বছর খানেকের মধ্যে শেষ হবে। আমাদের দাবি- মেয়াদ যেন আর বাড়ানো না হয়। মাঠটি যেন আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়। আমাদের ছেলে-মেয়েরা যেন খেলতে পারে। সরকারের কাছে বিনীত চাওয়া এটুকুই। এ জন্যই আমরা কাজ করছি।
ক্লাবের আজীবন সদস্য ও মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, এক সময় জাম্বুরি মাঠে এলাকার শিশু-কিশোররা খেলাধূলায় মেতে থাকতো। পার্ক করার জন্য মাঠের একাংশ লিজ দেওয়ায় তারা এখন খেলতে পারে না। এ জন্য সিটি কর্পোরেশনকে দ্রæত জাম্বুরি মাঠ খেলার জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানাচ্ছি আমরা।
তিনি বলেন, শিশু পার্কটি কেবল পার্ক হলে আমাদের আপত্তি ছিলো না। কিন্তু পার্কের নামে সিটি কর্পোরেশন থেকে জায়গা লিজ নিয়ে সেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রেস্টুরেন্ট ব্যবসা হচ্ছে। সন্ধ্যার পর পার্কটি বখাটেদের আড্ডাখানায় পরিণত হচ্ছে। এটি কোনোভাবেই স্থানীয়রা মানতে পারছেন না। তাই তারা আন্দোলন করছেন।
পার্ক গড়ে তোলার দীর্ঘদিন পর হঠাৎ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, নগরবাসীর দাবির মুখে কাজীর দেউড়ির শিশু পার্ক উচ্ছেদ করা হচ্ছে। সেখানে উদ্যান বানানো হচ্ছে। নগরীর একাধিক মাঠ খেলার জন্য উন্মক্ত করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। এসব উদ্যোগ আমাদের প্রেরণা জোগাচ্ছে। তাই আমরা স্থানীয়দের নিয়ে জাম্বুরি মাঠ আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।